চমক দিয়ে ভারতের বিপক্ষে কাবরেরার একাদশ ঘোষণা
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা কাজ করে দুই দেশের সমর্থকদের মাঝে। এশিয়ান কাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। খেলা শুরু হবে রাত ৮টায়। এ ম্যাচেও বেশ চমক দিয়েই একাদশ ঘোষণা করেছে কোচ হাভিয়ের কাবরেরা।
বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরার শুরুর একাদশে আবারও জায়গা হারিয়েছেন জামাল ভূঁইয়া। সর্বশেষ নেপাল ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে টানা শুরুর একাদশে তার ওপর ভরসা রাখছেন না কাবেররা। জামালের সঙ্গে শুরুর একাদশে নেই সোহেল রানা জুনিয়র।
অন্যদিকে শুরুর একাদশে আছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। চোট কাটিয়ে ফিরেছেন মিডফিল্ডার শেখ মোরসালিনও। অন্যদিকে, প্রত্যাশিতভাবেই খেলছেন হামজা চৌধুরী। দেশের জার্সিতে এটি তাঁর সপ্তম ম্যাচ।
চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার আর দুই উইংগার নিয়ে একাদশ সাজিয়েছেন কাবরেরা। এ ম্যাচেও নেই কোনো নাম্বার নাইন। যার মুল দায়িত্ব মাঠে গোল করা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। ‘সি’ গ্রুপ থেকে প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ভারতের শিলংয়ে হওয়া ওই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।
ভারতের বিপক্ষে একাদশ
গোলরক্ষক :মিতুল মারমা।
ডিফেন্ডার : তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার : হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড : রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

স্পোর্টস ডেস্ক