শ্রীলঙ্কাকে উড়িয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে রীতিমতো উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। প্রথম দুই ম্যাচেই গোল উৎসব করেছিল বাংলাদেশের উঠতি তারকারা। তৃতীয় ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (২৬ নভেম্বর) টংলিয়াং লং স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশ। পূর্ব তিমুরকে দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে হারিয়েছিল ব্রুনাইকে।
‘এ’ গ্রুপে তিন ম্যাচ খেলে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে চীন। ৩ ম্যাচে ২ জয় আর এক হারে তিন নম্বরে বাহরাইন। ৩ পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি ব্রুনাই আর পূর্ব তিমুর।
শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে খানিকটা পিছিয়ে শ্রীলঙ্কা মাঠের খেলায়ও সেটি দেখা গেলো। আত্মবিশ্বাসী বাংলাদেশ এগিয়ে যায় ম্যাচের ২৪ মিনিটেই। লাল-সবুজের প্রতিনিধিদের লিড এনে দেন ডিফেন্ডার ইকরামুল ইসলাম।
দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৫ মিনিট পরই লঙ্কানদের জালে আবারও বল জড়িয়ে দেয় বাংলাদেশ। এবার জাল খুঁজে নেন ফরোয়ার্ড মোহাম্মদ মানিক। তিন ম্যাচে এটি চতুর্থ গোল তার।
২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে কিছুটা রয়েসয়ে খেলার চেষ্টায় বাংলাদেশ। তৃতীয় গোল পেতেও অপেক্ষা করতে হয় কিছুটা সময়। ৬৪ মিনিটে সেই অপেক্ষার প্রহর শেষ করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। স্কোর লাইন ৩-০ করেন তিনি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে লঙ্কানদের জালে আবারও বল জড়িয়ে উল্লাস করে বাংলাদেশ। এবার উপলক্ষ্য এনে দেন বদলি বায়েজিদ বোস্তামি। বদলি নেমে তিন ম্যাচেই গোল পেলেন তিনি। টুর্নামেন্টে তার গোলে সংখ্যা ৩টি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোলে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফয়সাল। তিন ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়াল ৩টি।
নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্রুনাই এর জালে দিয়ছিল ৮ গোল। তিন ম্যাচ খেলে এখনো কোনো গোল হজম করেনি বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক