ব্রুনাইয়ের বিপক্ষে গোল উৎসব বাংলাদেশের
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের খুব একটা পার্থক্য নেই। তবে মাঠের খেলায় ঘটল ঠিক উল্টোটা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ব্রুনাই এর বিপক্ষে একক আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ফলাফল দেখেই স্পষ্ট হওয়া যাবে, রীতিমতো নাচিয়ে ছেড়েছে ব্রুনাইকে। তাদের গোল বন্যায় ভাসিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ সোমবার (২৪ নভেম্বর) ইয়ংচুয়াং স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে বাংলাদেশ। গোল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের মাত্র ১৩ মিনিটে অপু রহমানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রিফাত কাজী।
প্রথমার্ধেই আরও দুই গোল পায় বাংলাদেশ। ম্যাচের ৩৬ মিনিটে জাল খুঁজে নেন নাজমুল হুদা ফয়সাল, পরের মিনিটেই আবারও উল্লাসের উপলক্ষ এনে দেন মোহাম্মদ মানিক। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে চতুর্থ মিনিটেই নিজের দ্বিতীয় গোলের সুবাদে ব্যবধান ৫-০ করেন অপু। ষষ্ঠ গোল পেতে অবশ্য কিছুটা অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ৭৩ মিনিটে সেই অপেক্ষা শেষ করেন রিফাত। নিজের দ্বিতীয় গোল আর দলের ষষ্ঠ গোল করেন তিনি। দুই মিনিট পর স্কোরবোর্ড ৭-০ করেন আলিফ রহমান। ৭৯ মিনিটে ব্রুনাইয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বায়েজিদ বোস্তামি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।
এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, ব্রুনেই, শ্রীলঙ্কা, বাহরাইন ও পূর্ব তিমুর। পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী বছরের মে মাসে সৌদি আরবে অনুষ্ঠেয় অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পাবে বাংলাদেশ। ১৬ দলের এই প্রতিযোগিতায় ইতোমধ্যে ৯ দল মূল পর্বে জায়গা করে নিয়েছে। আর বাছাইপর্ব থেকে টিকিট পাবে বাকি সাত দল।

স্পোর্টস ডেস্ক