বিশ্বকাপ ইস্যুতে সরকারকে চাপ দিতে চান না বুলবুল
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যেতে হবে ভারতেই—সাফ জানিয়ে দিয়েছে আইসিসি। বুধবার (২১ জানুয়ারি) জরুরি সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সময়ও বেঁধে দিয়েছে আইসিসি। পক্ষান্তরে, ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ।
আইসিসি যেহেতু সময় বেঁধে দিয়েছে, বিসিবি এখন তাকিয়ে আছে সরকারের দিকে। সভা শেষে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা আলাপ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, আইসিসি ২৪ থেকে ৪৮ ঘন্টার সময় দিয়েছে। সরকারের সঙ্গে কথা বলবেন তিনি, তবে সরকারকে চাপ দিতে চান না।
বুলবুল বলেন, ‘আমি আইসিসিকে বলেছি, আমাদের সরকারের সঙ্গে কথা বলার একটা সুযোগ দিতে। তারা আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে। তবে, আমি সরকারকে চাপ দিতে চাই না। আমরা সবাই জানি ভারত আমাদের জন্য নিরাপদ না। যে কারণে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছি। আমি জানি আইসিসি আমাদের প্রত্যাখান করেছে। কিন্তু, আমরা সরকারের সঙ্গে আরও একবার কথা বলব।’
বিসিবি সভাপতি যোগ করেন, ‘আইসিসির প্রতিক্রিয়া সম্পর্কে সরকারকে অবগত করব। যখন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আসে, সরকারকে শুধু খেলোয়াড়দের বিষয়ে নয়, সব বিষয়ে খেয়াল রাখতে হয়।‘
আইসিসির সভায় কী বলেছেন বুলবুল, সেটিও জানিয়েছেন সাক্ষাৎকারে। সেখানে আইসিসিকে নিজেদের অবস্থানের স্বপক্ষে যুক্তি দিয়েছেন বুলবুল। শ্রীলঙ্কায় কেন বাংলাদেশ খেলতে চায়, ভারত কেন নিরাপদ নয়, উঠে এসেছে সেসব।
বিসিবি সভাপতি বলেন, ‘ভোট শুরুর আগেই আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের পক্ষে কারণগুলো বিশ্লেষণ করেছি। আমরা ভোটাভুটি চাইনি। আমি আইসিসির পক্ষ থেকে একটা মিরাকল আশা করছি। বিশ্বকাপে খেলতে কে না চায়? আমরা তাদের (আইসিসি) বলেছিলাম আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে। আমরা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ বদলের কথাও বলেছি। এটি হতো সবচেয়ে সহজ উপায়। কিন্তু, শ্রীলঙ্কা জানিয়েছে তারা তাদের গ্রুপে নতুন দল চায় না।’

স্পোর্টস ডেস্ক