বাংলাদেশের বিশ্বকাপে খেলা উচিত? যা বলছেন ভক্তরা
বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন পুরোটাই নিজেদের ওপর নির্ভর করছে। আজ বুধবার (২১ জানুয়ারি) আইসিসির সর্বশেষ সভায় বাংলাদেশকে একদিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। জানিয়েছে, বাংলাদেশ না খেললে বিকল্প দল অংশ নেবে বিশ্বকাপে।
সভাটি যখন হয়, তখন মিরপুরে চলছে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। ভক্তরা আছেন গ্যালারিতে, কেউ কেউ স্টেডিয়ামের আশপাশে ঘোরাঘুরি করছেন। আইসিসির এমন ঘোষণার পর প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই।
এক ভক্ত বলেছেন, ‘বিশ্বকাপের চেয়ে দেশের সম্মান বড়। আমার মনে হয় একদিন সময় নেওয়ার কিছু নেই। মিটিংয়েই বিসিবির জানিয়ে দেওয়া উচিত ছিল, আমরা খেলব না।’
আরেকজনের মতামত, ‘বিশ্বকাপ না খেললে হয়তো ক্ষতি হবে। কিন্তু, নিরাপত্তা ও দেশের স্বার্থে আমাদের অন্তত এই স্যাক্রিফাইসটুকু করা উচিত।’
খেললাম না বিশ্বকাপ। না খেললে কী হবে? আইসিসি ব্যান দিবে? দিক। আমি তো মনে করি বিশ্বকাপের সম্প্রচারও বন্ধ করা দরকার আইপিএলের মতো, যোগ করেন আরেক ভক্ত।

ক্রীড়া প্রতিবেদক