সিলেট টেস্ট
সেঞ্চুরি করলেন জয়
সিলেট টেস্টে বাংলাদেশের দুই ওপেনার ব্যাটিংয়ের সূচনা করেছেন দুর্দান্তভাবে। তবে একজন ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে, আর অন্যজন দেখা পেলেন কাঙ্ক্ষিত শতরানের। চা বিরতির পর তৃতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি করলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
চা বিরতিতে যাওয়ার আগে ৯৪ রানে অপরজিত ছিলেন জয়। এরপর তৃতীয় সেশনের শুরুতে ৫৭ তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে শতরান পূর্ণ করেন তিনি। ৯ ছক্কা ও ১ চারে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের এই ওপেনার।
আরও পড়ুন : সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপ সাদমানের
এর আগে দ্বিতীয় সেশনে দলীয় ১৬৮ রানে ভেঙেছে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়ের জুটি। সাদমান-জয়ের ১৬৮ রানের জুটি বাংলাদেশের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ ওপেনিং জুটি। এছাড়া ২০১৫ সালের পর এটিই সর্বোচ্চ ওপেনিং জুটি।
সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরেছেন সাদমান, ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন তিনি। বাঁহাতি স্পিনার হামফ্রেসের করা ৪২তম ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশের সাদমান। ফিল্ড আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আইরিশরা।
চা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ৫৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯৮ রান করে বাংলাদেশ।
আজ বুধবার (১২ নভেম্বর) সকালে দ্বিতীয় দিনের প্রথম সেশনে নেমে মাত্র ১৪ বল টিকতে পেরেছে আয়ারল্যান্ড। ৯২.২ ওভারে ২৮৬ রানেই শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস।
গতকাল দিনের শেষ বলে উইকেট পেয়েছিলেন তাইজুল। আজ নিজের দ্বিতীয় বলেই আউট করেছেন ম্যাথু হামফ্রেসকে। আইরিশদের শেষ ব্যাটসম্যান ম্যাকার্থি ৩১ রানে আউট হয়ে ফিরেছেন, তার উইকেটটি তুলে নিয়েছেন হাসান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান ও তাইজুল পেয়েছেন দুটি করে উইকেট।
এর আগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তোলে আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের অলআউট করে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করে ১০৯ রান।
আরও পড়ুন : প্রথম ইনিংসে আইরিশদের ২৮৬ রানে থামিয়ে দিল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬ (বালবির্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রাইন ৫, নেইল ৩০, ম্যাককার্থি ৩১, হামফ্রেস ০, ইয়ং ০*; হাসান মাহমুদ ১৩.২-৪-৪২-২, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২২-৬-৭২-২, হাসান মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)

স্পোর্টস ডেস্ক