সিলেট টেস্ট
তৃতীয় দিনের শুরুতেই আক্ষেপ নিয়ে ফিরলেন জয়-মুমিনুল
আয়ারল্যান্ডকে ২৮৬ রানে আটকে দিয়ে প্রথম ইনিংসে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ফিরেছিল লিড নিয়ে। ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও সেঞ্চুরির পথে ছিলেন মুমিনুল হক। কিন্তু আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তৃতীয় দিনে সকালের শুরুতেই আক্ষেপ নিয়ে ফিরতে হল দুজনকেই। কেউই তাদের ইনিংসটা আর বড় করতে পারলেন না।
তৃতীয় দিনের শুরুতেই দুই সেট ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনের দ্বিতীয় ওভারেই ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন জয়। ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই ওপেনার।
১৭১ রানের এই ইনিংসটি জয়ের ক্যারিয়ার সেরা। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৩৭ রানের। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন তিনি।
আরও পড়ুন : লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
৮৬.৩ ওভারে আউট হন জয়। এরপর মাঝে একটি ওভার টিকতে পেরেছেন আগের দিন অপরাজিত থাকা মুমিনুল। ৮৮.১ ওভারে ম্যাকব্রাইনের বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ১৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
এরপার চার ও পাঁচ নম্বরে নেমে ব্যাটিং করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
এর আগে গতকাল দ্বিতীয় দিনের শেষে ৮৫ ওভার ব্যাটিং করে এক উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৮ রান। লিড পেয়ছিল ৫২ রানের। দিনশেষে ২৮৩ বলে ১৬৯ রানে অপরাজিত ছিলেন জয় আর মুমিনুল ১২৪ বলে ৮০ রানে।
গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পরও সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার সাদমান ইসলামকে। এক ছক্কা আর ৯ চারে অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ১০৪ বলে ৮০ রান করে বিদায় নেন তিনি। সাদমান ফিরলে ভাঙে ১৬৮ রানের ওপেনিং জুটি।
আরও পড়ুন : সিলেটে দ্বিতীয় দিন শেষে দুঃসংবাদ পেল বাংলাদেশ
টেস্টের সাদা পোশাকে সাদমান-জয়ের ১৬৮ রানের এই জুটি বাংলাদেশের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ ওপেনিং জুটি। এছাড়া ২০১৫ সালের পর বাংলাদেশের এটিই সর্বোচ্চ ওপেনিং জুটি।
সাদমান ফিরলেও উইকেটে অটল থেকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়। তৃতীয় সেশনের শুরুতে ৫৭ তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে শতরান পূর্ণ করেন তিনি। এরপর মুমিনুলের সঙ্গে জুটি বেঁধে দিনের বাকি সময়টা পার করে দেন। হাফসেঞ্চুরি তুলে নেন মুমিনুলও।
সংক্ষিপ্ত স্কোর :
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬ (বালবির্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রাইন ৫, নেইল ৩০, ম্যাককার্থি ৩১, হামফ্রেস ০, ইয়ং ০*; হাসান মাহমুদ ১৩.২-৪-৪২-২, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২২-৬-৭২-২, হাসান মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)

স্পোর্টস ডেস্ক