সিলেট টেস্ট
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ রানের পথে বাংলাদেশ
সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই দুই উইকেট হারানোর পর বাংলাদেশের খেলার হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক দেখা পেয়েছেন সেঞ্চুরির। তবে এরপর আর উইকেটে টিকে থাকতে পারেননি। শতরান করার এক বল পরই আউট হয়ে ফিরেছেন তিনি। দ্বিতীয় সেশনে আরেক ব্যাটার লিটন দাসকেও হারিয়েছে বাংলাদেশ, তিনিও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। সিলেট টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৭৫ রান। ২৮৯ রানে এগিয়ে থেকে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারে অস্টম সেঞ্চুরির দেখা পেলেন শান্ত, চলতি বছরে এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ১২৯ তম ওভারের দ্বিতীয় বলে ২ রান নিয়ে শতরান পূর্ণ করেন তিনি।
এরপর উইকেটে টিকতে পেরেছেন এক বল। ম্যাকব্রাইনের করা এই ওভারের চতুর্থ বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শান্ত। ১১৪ বলে ১৪ চারে ১০০ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয় সেশনে ১২৪ তম ওভারের প্রথম বলে ফিরেনে লিটন দাস। টেস্ট ক্যারিয়ারে ১৯তম ফিফটি পেয়েছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার ওয়ানডে মেজাজে ৬৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬০ রান করে ফিরেছেন। স্পিনার হামফ্রিসের বলে লং অনে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
আরও পড়ুন : মুশফিককে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
এরপর উইকেটে আসেন মেহেদী হাসান মিরাজ। শান্তর ফেরার পর তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। হামফ্রিসের করা ১৩৪ তম ওভারের দ্বিতীয় বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন মিরাজ। তার ব্যাট থেকে এসেছে ১৭ রান।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করেছে ১১১ রান। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪৭ রান।
তৃতীয় দিনের শুরুতেই দুই সেট ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনের দ্বিতীয় ওভারেই ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন জয়। ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই ওপেনার। ১৭১ রানের এই ইনিংসটি জয়ের ক্যারিয়ার সেরা। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৩৭ রানের।
৮৬.৩ ওভারে আউট হন জয়। এরপর মাঝে একটি ওভার টিকতে পেরেছেন আগের দিন অপরাজিত থাকা মুমিনুল। ৮৮.১ ওভারে ম্যাকব্রাইনের বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ১৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর ৫২ বলে ৩ চারে ২৩ রান করে ফিরেছেন মুশফিক। ১০৫.২ ওভারে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলে গালিতে থাকা ফিল্ডার বলবার্নির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
গতকাল দ্বিতীয় দিনের শেষে ৮৫ ওভার ব্যাটিং করে এক উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৩৮ রান। লিড পেয়ছিল ৫২ রানের। দিনশেষে ২৮৩ বলে ১৬৯ রানে অপরাজিত ছিলেন জয় আর মুমিনুল ১২৪ বলে ৮০ রানে।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬ রানেই শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস।
আরও পড়ুন : তৃতীয় দিনের শুরুতেই আক্ষেপ নিয়ে ফিরলেন জয়-মুমিনুল
সংক্ষিপ্ত স্কোর :
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬ (বালবির্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রাইন ৫, নেইল ৩০, ম্যাককার্থি ৩১, হামফ্রেস ০, ইয়ং ০*; হাসান মাহমুদ ১৩.২-৪-৪২-২, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২২-৬-৭২-২, হাসান মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)

স্পোর্টস ডেস্ক