সিলেটে দ্বিতীয় দিন শেষে দুঃসংবাদ পেল বাংলাদেশ
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়াচ্ছে বাংলাদেশ। শুরুটা অবশ্য করেছিলেন বোলাররাই। এরপর আইরিশ বোলারদের শাসন করছেন ব্যাটাররা। দ্বিতীয় দিন শেষে লিডও পেয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিন শেষে দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (১২ নভেম্বর) আইসিসির নিয়ম ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন পেসার নাহিদ রানা। আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন তিনি। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে টাইগার পেসারকে। সেই সঙ্গে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
নাহিদ যে ঘটনার জন্য শাস্তি পেয়েছেন সেটি অবশ্য প্রথম দিনের ঘটনা। আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে ফলোথ্রুতে ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুঁড়ে মারেন নাহিদ। বল গিয়ে তার প্যাডে আঘাত করে। তবে এ সময় ব্যাটার ক্রিজের মধ্যেই ছিলেন।
যেটি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করে। এই ধারায় বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ।
প্রথম দিন শেষে অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপর ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট শাস্তির ঘোষণা দেন। নাহিদ রানা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

স্পোর্টস ডেস্ক