বিপিএল নিলামের নতুন সময় জানালো বিসিবি
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে সবকিছু গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। তবে ড্রাফটের পরিবর্তে এবার অনুষ্ঠিত নিলাম। সেজন্য পিছিয়ে গেল সূচি।
আজ বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিপিএলে খেলোয়ার বাছাইয়ে প্লেয়ার্সের ড্রাফটের পরিবর্তে এবার নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ২৩ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে নিলাম।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের বিস্তারিত বলা হয়েছে। নির্ধারণ করে দেওয়া হয়েছে, দেশি-বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ভেদে সর্বনিম্ন মূল্য। একই সঙ্গে দলগুলোর জন্য নতুন আর্থিক নিয়মনীতিও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। স্থানীয়দের জন্য ৬টি এবং বিদেশিদের জন্য ৫টি ক্যাটাগরি থাকবে।
দেশি খেলোয়াড়
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য করা হয়েছে ৫০ লাখ টাকা। আর প্রতি ডাকে এই মূল্য বাড়বে পাঁচ লাখ টাকা করে। দেশি ক্রিকেটারদের মধ্যে ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগরির ২২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটাগরির ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরির ১৪ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ লাখ টাকা।
এর মধ্যে ‘বি’ ক্যাটাগরিতে ড্রতি ডাকে বাড়বে ৩ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগারিতে বাড়বে ১ লাখ টাকা। এরপর বাকি তিন ক্যাটাগরিতে প্রতি ডাকে বাড়বে ৫০ হাজার টাকা করে। নিলাম থেকে ন্যূনতম ১১ জন দেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে দলগুলোকে। আর সরাসরি চুক্তির দুই ক্রিকেটার দিয়ে সেই সংখ্যা হবে ১৩ জন। সর্বোচ্চ ১৫ জন দলে ভেড়ানো যাবে।
বিদেশি খেলোয়াড়
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার মার্কিন। নিলামে প্রতি ডাকে এই মূল্য বাড়বে পাঁচ হাজার ডলার করে। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ২৫ হাজার মার্কিন ডলার, ‘সি’ ক্যাটাগরির ২০ হাজার, ‘ডি’ ক্যাটাগরির ১৫ হাজার আর ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১০ হাজার ডলার। এই তিন ক্যাটাগরির জন্য প্রতি ডাকে বাড়বে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ১ হাজার ৫০০ আর এক হাজার ডলার।
দলগুলোকে বিদেশি খেলোয়াড় কেনার জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে খেলোয়াড় সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়নি। ড্রাফট থেকে ন্যূনতম দুজন বিদেশি খেলোয়াড় নিতে হবে।
তবে খেলোয়াড়দের ভিত্তিমূল্য ও নীতিমালা পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে পাঠানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোতে তাদের মতামত ২১ নভেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে, এরপর তা অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সর্বোচ্চ দুজন স্থানীয় (‘এ’ বা ‘বি’ ক্যাটাগরি) ও এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় সরাসরি দলে নিতে পারবে। তবে এসব চুক্তি হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদনসাপেক্ষে। নিলাম হবে দুই ধাপে; প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের এবং পরের ধাপে বিদেশি ক্রিকেটারদের।

স্পোর্টস ডেস্ক