জয়ের মঞ্চ তৈরি করে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ
সিলেটে ব্যাট-বল দুই বিভাগেই আয়ারল্যান্ডের বিপক্ষে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনও চলল সেটি। চা বিরতির আগ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা আইরিশ বোলারদের শাসন করলেন। শেষ বিকেলে দাপট দেখালেন বোলাররা। তৃতীয় দিন শেষেই জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে আয়ারল্যান্ড। এখনো তাদের মাথার ওপর ২১৫ রানের বোঝা। অপরাজিত আছেন অ্যান্ডি ম্যাকব্রাইন (১৪ বলে ৪) ও ম্যাথিউ হামফ্রিস (৭ বলে ০)।
৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে তৃতীয় দিনে লড়াইটা করতে পেরেছে কেবল পল স্টার্লিংই। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ৫৯ বলে ৪৩ রান করে রান আউটে কাটা পড়েন স্টার্লিং। এরপরই শুরু হয় যাওয়া-আসার মিছিল। সেই মিছিলে নাম লেখান আয়াল্যান্ডের আরও চার ব্যাটার।
এর আগে ১২ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। ৮ বলে ৫ রান করে নাহিদ রানার শিকার হন ক্যাড কারমাইকেল। তাইজুলের এলবিডব্লিউয়ের শিকার হয়ে ৪৭ বলে ১৮ রান করে ফেরেন হ্যারি টেক্টর। এরপর ক্যাম্ফার ৫ আর লরকান টাকার ৯ রান করে।
১ উইকেটে ৩৩৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। ডাবল সেঞ্চুরির দিকে ছুটছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে এদিন মাত্র ২ রান যোগ করেই বিদায় নেন জয়। দিনের দ্বিতীয় ওভারেই ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই ওপেনার।
জয়ের মতো সেঞ্চুরির দিকে ছুটছিলেন মুমিনুল হক। তিনিও পথ শেষ করতে পারেননি। এদিন ২ রান যোগ করে ৮২ রানে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। লাঞ্চের আগে আরও এক উইকেট হারায় বাংলাদেশ। ৫২ বলে ৩ চারে ২৩ রান করে ফেরেন মুশফিক।
এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর মাঝেই টেস্ট ক্যারিয়ারের অষ্টমবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন শান্ত। সেঞ্চুরি করে অবশ্য বেশি সময় টিকতে পারেননি। পরের বলেই ম্যাকব্রাইনের বলে ফেরেন এলবিডব্লিউয়ের শিকার হয়ে।
লিটনও ফেরেন শান্তর পরপরই। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৬৬ বলে ৬৬ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার। এরপর আর সেভাবে ইনিংস বড় করতে পারেনি কেউ। চার বিরতির পর কিছুক্ষন ব্যাটিং করে ৫৮৭ রান করে ইনিংস ঘোষনা করে বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রান করে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬/১০
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১৪১ ওভারে ৫৪৭/৮ ডিক্লেয়ার (সাদমান ৮০, জয় ১৭১, মুমিনুল ৮২, শান্ত ১০০, মুশফিক ২৩, লিটন ৬০, মিরাজ ১৭, মুরাদ ১৭, হাসান ১৩*, নাহিদ ৪*; ম্যাককার্থি ১৭-৩-৭২-২, ইয়ং ১২-০-৫৪-০, ম্যাকব্রাইন ৩৯-৬-১৪১-১, নেইল ১১-০-৬০-০, হামফ্রিস ৪৩-১-১৭০-৫, ক্যামফার ১০-০-৪৫-০, টেক্টর ৯-১-৩১-০)
আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস) : ৮৬/৫* (স্টার্লিং ৪৩, কারমাইকেল ৫, টেক্টর ১৮, ক্যাম্ফার ৫, টাকার ৯, ম্যাকব্রাইন ৪*, হামফ্রিস ০*; হাসান মাহমুদ ৬-২-১৫-০, নাহিদ ৫-০-২৬-১, মিরাজ ৪-২-৬-০, হাসান মুরাদ ৩-০-৮-২, তাইজুল ১১-২-২৯-১)

স্পোর্টস ডেস্ক