গার্দিওলার হাজারতম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে ম্যানসিটির জয়োৎসব
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ার সাফল্যে মোড়ানো। বার্সেলোনা থেকে বায়ার্ন, এরপর ম্যানচেস্টার সিটি, যেখানেই গেছেন তার হাত ধরে ক্লাবগুলোর অর্জনও বেশ ভারি হয়েছে। স্প্যানিশ এই কোচ ক্যারিয়ারের হাজারতম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছিলেন গতকাল রোববার (৯ নভেম্বর)। ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে গার্দিওলার নতুন এই মাইলফলকের ম্যাচটা রাঙিয়ে রাখলো সিটি।
ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে গোল পেয়েছেন আর্লিং হলান্ড, নিকো গঞ্জালেস ও জেরেমি ডকু। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদরে বিপক্ষে দারুণ জয় পাওয়া লিভারপুলকে এই ম্যাচে সম্পূর্ণ ছন্দহীন করে রাখে সিটি।
আরও পড়ুন : শেষ মুহূর্তের নেভেস ম্যাজিক, লিওঁর মাঠে রোমাঞ্চকর জয় পিএসজির
ম্যাচের শুরুতেই সুযোগ আসে সিটির সামনে। নবম মিনিটে লিভারপুল ডিফেন্স ভেদ করে বক্সে ঢুকতেই গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলির পায়ে লেগে পড়ে যান ডকু । এরপর ভিএআরে দেখা পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। হলান্ডের নেওয়া স্পট কিক বাঁ পাশে জাঁপিয়ে দারুণভাবে ঠেকিয়ে দেন মামারদাশভিলি।
তবে প্রথমার্ধেই ভুল শুধরে নেন নরওয়েজিয়ান তারকা। ২৯তম মিনিটে মাথিউস নুনেসের ক্রসে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে নেন হলান্ড।
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১১ ম্যাচে ১৪ গোল করলেন হলান্ড। আর প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে মাত্র ১০৮ ম্যাচে ৯৯ গোল করেছেন তিনি। এই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ম্যাচে তার গোলসংখ্যা ২৮।
এরপর ম্যাচের ৩৮তম মিনিটে ফন ডাইক হেডে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। লিভারপুলের সমতায় ফেরার সুযোগ হারায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে সিটি। নিকো গঞ্জালেসের নেওয়া শট ফন ডাইকের পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়, গোলরক্ষকের কিছুই করার ছিল না।
দ্বিতীয়ার্ধে সিটির নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়। ৬৩তম মিনিটে নিকো ও’রাইলির পাস থেকে দুর্দান্ত এক গোল করেন ডকু। বাঁকানো শটে দূরের পোস্টে ওপরের কোণে বল জড়ান তিনি। প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচ পর গোল পেলেন এই বেলজিয়ান উইঙ্গার।
আরও পড়ুন : ঘরের মাঠে রিয়ালকে রুখে দিল ভায়েকানো
ঘরের মাঠে পুরো ম্যাচে ছিল সিটির আধিপত্যে। ৪৮ শতাংশ বল দখলে রেখে ১৪ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে সিটি। যেখানে লিভারপুলের সাত শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। ৭৫তম মিনিটে লিভারপুলের দমিনিক সোবোসলাইয়ের সেই শটও দারুণ সেভ করেন সিটি গোলরক্ষক জিয়াননলুইজি দোন্নারুম্মা।
২০২৩ সালের এপ্রিলের পর থেকে লিভারপুলের বিপক্ষে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, মৌসুমে পঞ্চম হার লিভারপুলকে নামিয়ে দিয়েছে লিগ টেবিলের অষ্টম স্থানে।
গার্দিওলার হাজারতম ম্যাচে এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠেছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন তাদের ব্যবধান চার পয়েন্ট।

স্পোর্টস ডেস্ক