রিয়ালের হারের পর চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে কে কোথায়?
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ করেছিল রিয়াল মাদ্রিদ। শেষ রক্ষা অবশ্য হয়নি। ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে ২-১ গোলে। শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধেই দুই গোল হজম করে লস ব্লাংকোরা। যেখান থেকে আর ফিরে আসতে পারেনি শাবি আলোনসোর দল।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ম্যাচটি জিতলে পয়েন্ট টেবিলে ওপরের দিকে ওঠার সুযোগ ছিল রিয়ালের। তারা সেটি হাতছাড়া করলেও ম্যানসিটি করেনি। এই জয়ে এক লাফে ১২ নম্বর থেকে চারে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে ৬ থেকে রিয়াল নেমেছে ৭ নম্বরে। চার জয় ও দুই হারে তাদের পয়েন্ট ১২।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ছয় ম্যাচ শেষে চার জয় এবং একটি করে ড্র ও হারে ম্যানসিটির পয়েন্ট ১৩। তিন নম্বরে থাকা পিএসজিরও সমান ১৩ পয়েন্ট, গোল ব্যবধানে এগিয়ে তারা এক ধাপ ওপরে। ছয় ম্যাচে ছয় জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২৮ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৩৫ মিনিটে নিকো ও’রেইলির গোলে সমতা ফেরায় ম্যানসিটি। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে আর্লিং হালান্ডের গোলে লিড নেয় সিটিজেনরা। সেটিই হয়ে রয় জয়সূচক গোল।

স্পোর্টস ডেস্ক