জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিচেল
সান্ডারল্যান্ডের জার্সি গায়ে কিউবা মিচেল। ফাইল ছবি
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন বসুন্ধরা কিংসের ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। আসন্ন ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্পে যুক্ত করা হয়েছে তাকে। আজই ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে কিউবার।
কিউবার সঙ্গে ফর্টিস এফসির তরুণ ফুটবলার মোরশেদ আলীকেও ক্যাম্পে ডাকা হয়েছে। ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়ার চোটের কারণে বিকল্প হিসেবেই এই দুই খেলোয়াড়কে যুক্ত করা হয়েছে দলে।
আরও পড়ুন : বাংলাদেশি ক্লাবে নাম লেখালেন কিউবা মিচেল
ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন কিউবা। বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগেই। তবে পাসপোর্ট ও অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় এতদিন জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি তিনি। দেশের ক্লাব বসুন্ধরা কিংসে যোগ দিলেও ক্লাবের হয়ে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোতেও কিউবা জাতীয় দলে ডাক পাননি।
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে ৩০ অক্টোবর থেকে। পাঁচ দিন অনুশীলনের পর ৫ নভেম্বর ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে। সেখানে ছিল না কিউবার নাম। অবশেষে অন্য দুই ফুটবলারের চোটই তার জাতীয় দলে আসার সুযোগ করে দিল।
আরও পড়ুন : শঙ্কা ও সম্ভাবনার মাঝে কিউবা মিচেলের ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক