লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
দিনের শুরুতেই আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসের লেজ কেটে দেন বোলাররা। এরপর সিলেটের ব্যাটিং উইকেটে দিনের বাকি সময় রাজত্ব করেন সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকরা। মাহমুদুল হাসানের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রথম দিনেই আয়ারল্যান্ডের দেওয়া লক্ষ্য পার করে লিড পেয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (১২ নভেম্বর) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৮৫ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। এক উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৩৮ রান। লিড পেয়েছে ৫২ রানের। দিনশেষে ২৮৩ বলে ১৬৯ রানে অপরাজিত আছেন জয় আর মুমিনুল ১২৪ বলে ৮০ রানে।
নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল জয় আর সাদমান। আইরিশ বোলারদের শাসন করে দিনের প্রথম সেশন পার করে দেন দুজন।
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে সাদমান-জয় দুজনই ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে সাদমানকে। এক ছক্কা আর ৯ চারে অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ১০৪ বলে ৮০ রান করে বিদায় নেন তিনি। সাদমান ফিরলে ভাঙে ১৬৮ রানের ওপেনিং জুটি।
টেস্টের সাদা পোশাকে সাদমান-জয়ের ১৬৮ রানের এই জুটি বাংলাদেশের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ ওপেনিং জুটি। এছাড়া ২০১৫ সালের পর বাংলাদেশের এটিই সর্বোচ্চ ওপেনিং জুটি।
সাদমান ফিরলেও অটল থেকেছেন জয়। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদও পেয়েছেন তিনি। ৯৪ রানে অপরাজিত থেকে যান বিরতিতে। এরপর তৃতীয় সেশনের শুরুতে ৫৭ তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে শতরান পূর্ণ করেন তিনি।
দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। অভিজ্ঞ মুমিনুল ইসলামের সঙ্গে জুটি বেধে পার করে দেন দ্বিতীয় দিন। ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন জয়। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৩৭ রানের। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন তিনি।
মাঝখানে হাফসেঞ্চুরি তুলে নেন মুমিনুল হকও। সাবেক এই অধিনায়কও ছুটছেন সেঞ্চুরির দিকে। দ্বিতীয় উইকেটে অপরাজিত ১৭০ রানের জুটি গড়েছেন এই দুজন।
এর আগে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। কিন্তু আজ মাত্র ১৪ বল স্থায়ী হয়েছে তাদের ইনিংস। ৯২.২ ওভারে ২৮৬ রানেই শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস। আইরিশদের বাকি দুই উইকেটের একটি শিকার করেন হাসান মাহমুদ আরেকটি যায় তাইজুল ইসলামের ঝুলিতে।
দ্বিতীয় দিন শেষে
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬ (বালবির্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রাইন ৫, নেইল ৩০, ম্যাককার্থি ৩১, হামফ্রেস ০, ইয়ং ০*; হাসান মাহমুদ ১৩.২-৪-৪২-২, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২২-৬-৭২-২, হাসান মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ৮৫ ওভারে ৩৩৮/১ (সাদমান ৮০, জয় ১৬৯*, মুমিনুল ৮০*; ম্যাককার্থি ৮-১-৩৪-০, ইয়াং ৭-০-২৭-০, ম্যাকব্রাইন ২৪-৫-৯৩-০, নেইল ৮-০-৩৮-০, হামফ্রেস ২৩-০-৭৮-১, ক্যাম্ফার ৬-০-৩৫-০, টেক্টর ৯-১৩১-০)

স্পোর্টস ডেস্ক