হঠাৎ প্রাক্তনের মেসেজ! রিপ্লাই দেওয়ার আগে জেনে নিন এই ৭ কারণ
আজ ‘ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স’-ডে। আর হঠাৎ আপনার ইনবক্সে দেখা মিলল সেই পুরনো, চেনা নাম—প্রাক্তনের মেসেজ! সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে, জীবনের পথে অনেক কিছু এগিয়েছে। তবুও এই অপ্রত্যাশিত নক একদম নতুন এক দোটানা সৃষ্টি করে। এখন প্রশ্ন হলো: রিপ্লাই দেবেন নাকি চুপ থাকবেন?
প্রাক্তনের হঠাৎ ফিরে আসার ৭টি কারণ
অপরাধবোধ
আমি ভুল করেছি!—অনুশোচনার বশবর্তী হয়ে প্রাক্তন আপনার কাছ থেকে মানসিক শান্তি পেতে মেসেজ করেছেন।
বন্ধুত্বের শূন্যতা
ভালোবাসা শেষ হলেও, বন্ধুত্বের অভাব অনুভব করে প্রাক্তন ফিরে আসতে পারে।
একাকীত্ব ও একঘেয়েমি
ফাঁকা সময়, একা রাত। হঠাৎ মনে পড়ে সেই চেনা মানুষ, আর মেসেজ চলে আসে।
হিসেব মেটানোর তাগিদ
“কার দোষ, কার নয়?”—পুরনো রাগ-ক্ষোভ মিটিয়ে নতুনভাবে সম্পর্কের হিসেব মেটাতে প্রাক্তন যোগাযোগ করতে পারেন।
কৌতূহল
আপনার বর্তমান জীবন কেমন, নতুন কেউ এসেছে কি না—এই কৌতূহলও প্রাক্তনকে মেসেজ পাঠাতে বাধ্য করতে পারে।
হিংসা ও প্রত্যাখ্যানের ভয়
আপনি জীবনে এগিয়ে গেলে এবং প্রাক্তন তা মানতে না পারলে, হিংসার বশবর্তী হয়ে তারা আবার যোগাযোগ করতে পারেন।
ব্যাকআপ পরিকল্পনা
আপনি এখনও দুর্বল মনে হলে, অন্য কারও সঙ্গে ব্যর্থ হলে প্রাক্তন আবার ফিরে আসার চেষ্টা করতে পারেন।

ফিচার ডেস্ক