বৃষ্টিভেজা চুলের যত্ন নেবেন কীভাবে
চলছে বর্ষায় মৌসুম। বর্ষাকালে বৃষ্টি আসার কোনো ধরাবাঁধা সময় নেই। বর্ষাকাল একটি নির্দিষ্ট সময়কাল হলেও, এই সময়ের মধ্যে বৃষ্টি যেকোনো সময় হতে পারে। কখনো দিনের বেলায়, কখনো রাতে, আবার কখনো কয়েক দিন বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে। যখন-তখন বৃষ্টি নামতে পারে। মাঝেমাঝে এত বেশি বৃষ্টি হয় যে, সঙ্গে ছাতা থাকলেও চুল ভিজে চুপচুপে হয়ে যায়। বৃষ্টির পানি লেগে চুলের গোড়া নরম হয়ে যায়। তখনই চুল ঝরতে শুরু করে। বাড়ি ফিরে ভিজে চুল তোয়ালে দিয়ে মুছে নিলেই, দায়িত্ব শেষ হয়ে গেল না। বৃষ্টি ভেজা চুলের যত্ন নিতে হবে অন্যভাবে। জেনে নিন কীভাবে চুলের যত্ন নেবেন।
– ভিজা চুলে আলগা করে তোয়ালে জড়িয়ে রাখুন। তোয়ালে চুলের পানি শুষে নেওয়ার মাথা ভিজিয়ে গোসল করুন। চাইলে শ্যাম্পুও করতে পারেন। তবে ভেজা চুল ভুলেও ড্রায়ার দিয়ে শুকাবেন না। ভালো করে মুছে নিলে নিজে থেকেই চুল শুকিয়ে যাবে।
– বৃষ্টি ভিজে বাড়ি ফিরে অনেকেই গরম পানিতে গোসল করেন। আবার শ্যাম্পুও করেন কেউ কেউ। তবে গরম পানিতে চুল ধোয়ার অভ্যাস একেবারেই ভালো না। এতে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। চুল আরও বেশি করে ঝরতে পারে। শ্যাম্পু করার সময় একেবারেই গরমজল ব্যবহার করবেন না।
– চুলের জন্য গ্রিন টি এবং অ্যালোভেরা চুলের জন্যেও ভীষণ উপকারী। চুলের ভালোমন্দের খেয়াল রাখতে এই দুই উপাদান ব্যবহার করতে পারেন। চুলের বহু সমস্যার সমাধান লুকিয়ে আছে এই উপকরণগুলোতে। কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন এই উপাদানগুলো।

ফিচার ডেস্ক