আশিতে অপর্ণা
জীবনের ৭৯টি বসন্ত পেরিয়ে এসে আশি বছরে পা রাখলেন অভিনেত্রী অপর্ণা সেন। আজ তাঁর জন্মদিন। ১৯৪৫ সালের ২৫ অক্টোবর কলকাতায় এই বিখ্যাত অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালকের জন্ম হয়। ভালো নাম অপর্ণা সেন হলেও তাঁর বরাবরের ডাকনাম রীনা। বাবা ছিলেন প্রখ্যাত চিত্রপরিচালক ও সমালোচক চিদানন্দ দাশগুপ্ত। আর মা সুপ্রিয়া দাশগুপ্ত ছিলেন কবি জীবনানন্দ দাশের পিসতুতো বোন। ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের আবহে বেড়ে ওঠা তাঁর।...
সর্বাধিক ক্লিক
