আশিতে অপর্ণা
জীবনের ৭৯টি বসন্ত পেরিয়ে এসে আশি বছরে পা রাখলেন অভিনেত্রী অপর্ণা সেন। আজ তাঁর জন্মদিন। ১৯৪৫ সালের ২৫ অক্টোবর কলকাতায় এই বিখ্যাত অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালকের জন্ম হয়। ভালো নাম অপর্ণা সেন হলেও তাঁর বরাবরের ডাকনাম রীনা। বাবা ছিলেন প্রখ্যাত চিত্রপরিচালক ও সমালোচক চিদানন্দ দাশগুপ্ত। আর মা সুপ্রিয়া দাশগুপ্ত ছিলেন কবি জীবনানন্দ দাশের পিসতুতো বোন। ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের আবহে বেড়ে ওঠা তাঁর। ছোট বয়স থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে অপর্ণা সেনের।
১৯৬১ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ‘তিনকন্যা’ ছবির মাধ্যমে প্রথমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। পরে সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রী’, ‘জন অরণ্য’ এবং ‘পিকু’ ছবিতেও অভিনয় করেন। এর পর পরিচালক মৃণাল সেনের পরিচালনায় ‘আকাশকুসুম’, ‘একদিন আচানক’, ‘মহাপৃথিবী’ ছবিতে অভিনয় করেন। এ ছাড়া ‘বসন্ত বিলাপ’-এর মতো সুপারডুপার বাণিজ্যিক ছবিতেও তিনি ছিলেন ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র। উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো ওই সময়ের বিভিন্ন জনপ্রিয় অভিনেতার সঙ্গে একাধিক হিট ছবির নায়িকা ছিলেন তিনি।
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দিতে অমিতাভ বচ্চন, শশী কাপুর, দিলীপ কুমার, শত্রুঘ্ন সিনহার মতো অভিনেতাদের সঙ্গেও অভিনয় করেছেন অপর্ণা সেন। অভিনয় করতে করতেই তিনি একসময়ে চলে যান ক্যামেরার পেছনে। চলচ্চিত্র পরিচালনায় আসেন অপর্ণা সেন। সেখানেও যথেষ্ট পারদর্শিতার পরিচয় রাখেন তিনি। ১৯৮১ সালে অপর্ণা সেনের পরিচালনায় প্রথম ছবি তৈরি হয় ‘থার্টি সিক্স চৌরঙ্গী লেন’। ছবিটি পরবর্তীকালে জাতীয় পুরস্কার পায়। শুধু অভিনয় কিংবা ছবি পরিচালনাই নয়, বহুমুখী এই প্রতিভার বিকাশ ঘটে সংবাদজগতেও। কলকাতার বুকে একটি নারী পত্রিকা সম্পাদনা এবং নিউজ চ্যানেলেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এমনকি রাজনীতিসচেতন অপর্ণা সেন নেমেছেন রাজপথেও। জীবনে নানা সাফল্যের সুবাদে বহুবার বিএফজেএ পুরস্কার পান তিনি। পেয়েছেন পদ্মশ্রী খেতাবও। শুভ জন্মদিন অপর্ণা সেন

বিনোদন ডেস্ক