মেসির মুকুটে আরেকটি পালক
ইন্টার মায়ামির জার্সিতেও অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। রোববার (৭ ডিসেম্বর) প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা ঘরে তুলেছে মায়ামি। মেসির ক্যারিয়ারে এটি ৪৭তম শিরোপা। ক্লাবকে লিগ শিরোপা জেতানোর মৌসুমে ৩৮ বছর বয়সী মেসি ছিলেন সপ্রভিত। মৌসুমে করেছেন ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, প্লে-অফে মোট ১৫ গোলে অবদান রেখেছেন, এমএলএসের ইতিহাসেই যা সর্বোচ্চ।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬
