বিবাহবার্ষিকীর দিনে বাবা হলেন রাজকুমার রাও
চলতি বছর বলিউড তারকাদের জন্য যেন সন্তানের বছর! কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের পর এবার সেই তালিকায় নতুন নাম যুক্ত হলো—রাজকুমার রাও-পত্রলেখা।
আজ শনিবার এই দম্পতির চতুর্থ বিবাহবার্ষিকী, আর এ দিনই তারা পেয়েছেন কন্যাসন্তান। সুখবর শেয়ার করে রাজকুমার রাও এক বার্তায় লিখেছেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।’
এরপর উভয়ে যৌথভাবে জানিয়েছেন, ‘আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গেছি! ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি।’ জানা গেছে, সদ্যোজাত ও নতুন মা আপাতত সুস্থ আছেন।
উল্লেখ্য, এক দশক সম্পর্কের পর ২০২১ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন রাজকুমার রাও ও পত্রলেখা। বিয়ের পর একাধিকবার পত্রলেখার অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়া খবর ছড়িয়েছিল। অবশেষে এসেছে আসল খুশির খবর।

বিনোদন ডেস্ক