পিয়াল-নোশিনর ‘বলো না তুমি কোথায়’
বাংলা সংগীতজগতে আসছে নতুন এক সুরেলা উপহার—‘বলো না তুমি কোথায়’। রোমান্টিক আবহে সাজানো এই দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান ও নোশিন তাবাসসুম স্মরণ। গানের কথা ও সুর করেছেন কামরুন্নাহার শিপু, আর সুরের মায়া বাড়িয়েছেন সংগীত পরিচালক সাব্বির জামান।
গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে পূবাইলের মনোরম লোকেশনে। লতা আচারিয়া ও শান সায়েকের যৌথ নির্মাণে এতে ফুটে উঠেছে প্রেমের সূক্ষ্ম আবেগ, বিচ্ছেদের বেদনাময় ছায়া আর ভালোবাসার অনন্ত আকুলতা। ভিডিওতে অভিনয় করেছেন পিয়াল হাসান ও নোশিন তাবাসসুম স্মরণের পাশাপাশি চিত্রনায়ক শিপন মিত্র ও অভিনেত্রী জারিন রহমান। সিনেমাটোগ্রাফি করেছেন আল আমিন।
গানটি নিয়ে পিয়াল হাসান বলেন, ‘ভালোবাসা, হারিয়ে যাওয়া আর স্মৃতির মিশেলে সাজানো এই গানের গল্পটি চিত্রায়ণে রোমান্টিকতার এক বিশেষ আবহ তৈরি করেছে। মিষ্টি সুর, আবেগ, আর দৃষ্টিনন্দন উপস্থাপন গানটিকে করেছে আরও আকর্ষণীয়। আশা করছি, সবার ভালো লাগবে গানটি।’
সহশিল্পী স্মরণ বলেন, ‘পিয়াল ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। তিনি গান নিয়ে ভীষণ যত্নবান। এই গানটিও দুজনে অনেক মনোযোগ দিয়ে করেছি। আশা করছি, আধুনিক মেলোডি আর গভীর কথামালার এই গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’
আগামীকাল রাত ৯টায় পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘বলো না তুমি কোথায়’।

বিনোদন ডেস্ক