ব্যবসায় ধস, আপাতত সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল
গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেই অনন্ত জলিলের মূল পরিচয়। সাভারে প্রায় ১২ হাজার শ্রমিক নিয়ে পরিচালিত তার বিশাল কারখানায় বর্তমানে কর্মী সংখ্যা নেমে এসেছে চার হাজারে। ব্যবসায়িক এই সংকটই এখন তার বাস্তবতা।ব্যবসার এই দুর্দশা কাটাতে আপাতত পুরো মনোযোগ সেদিকেই দিচ্ছেন অনন্ত জলিল। সে কারণেই তিনি সিনেমাকে ‘আপাতত বিদায়’ জানাচ্ছেন বলে জানিয়েছেন। তার ভাষায়, ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে অভিনয় নিয়ে কোনো চিন্তাই...
সর্বাধিক ক্লিক
