শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু, মুক্তি কবে?
শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে গত কিছুদিন ধরেই নানা আলোচনা ছিল। দেশের বাইরে শুটিং ও ভিসা জটিলতা ঘিরে শুটিং শুরু হবে কি না—তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই সংশয় কাটিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় শুরু হয়েছে ‘প্রিন্স’-এর শুটিং।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, ঢাকায় চার দিনের শুটিং শেষে বাকি অংশের কাজ হবে শ্রীলঙ্কায়।
খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খান আগামী সপ্তাহ থেকে দেশের বাইরের শুটিংয়ে অংশ নেবেন। অন্য অভিনয়শিল্পীরা মঙ্গলবার থেকেই শুটিং শুরু করেছেন।
এর আগে গুঞ্জন ছিল, ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি চরিত্রের জীবনীভিত্তিক। তবে নির্মাতা আব হায়াত আগেই জানিয়েছেন, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনের ওপর নির্মিত নয়—এই তথ্যটি গুজব।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ ও শরীফ সিরাজ।

বিনোদন ডেস্ক