শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ভানুগাছ বাজার ও কমলগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে ঘুরে এই শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও রেলওয়ে স্টেশনে বসবাসকারী গৃহহীন পথশিশু ও হতদরিদ্র মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই রাতে ভানুগাছ বাজার ও রেলওয়ে স্টেশনে ঘুমন্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।
ইউএনও আরও বলেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দের পরিমাণ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)