তিন দিনের সফরে বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান
নির্বাচনি সফরে তিন দিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর উদ্দেশে রওনা করবেন।
রাজশাহী পৌঁছে তারেক রহমান শাহ মখদুম (রা.) এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
এদিন বিকেলে নওগাঁর কাজির মোড়ে এ-টিম মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ ছাড়া সন্ধ্যা সাড়ে সাতটায় বগুড়ার আলফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়া নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তিনি।
পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকেল সাড়ে চারটায় রংপুর ঈদগাঁ মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। কর্মসূচি শেষে বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তিনি।
তৃতীয় দিন শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরবর্তীতে বিকেল চারটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দরুন চড়জানা বাইপাসে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন তিনি। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা করবেন। এদিন রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার ফেরার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক