ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির আরও ১৫৭৩ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫৭৩টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপি জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১১৯টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০৩টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯২টি মামলা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৬৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৫২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫৮টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৭৮টি মামলা হয়েছে।
অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৫৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)