হবিগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
হবিগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা মোকাবিলায় মানবিক সহায়তার অংশ হিসেবে আজ রোববার (১১ জানুয়ারি) হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়ামে শীতবস্ত্র বিতরণ করা হয়।
১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহস্রাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন।
অনুষ্ঠানে সিলেট অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রচণ্ড শীতে প্রয়োজনীয় সহায়তা পেয়ে শীতার্ত মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। ভবিষ্যতেও দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জনকল্যাণমূলক প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ