দিল্লির পর এবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
ভারতের রাজধানী নয়াদিল্লির রেড ফোর্টের কাছে আত্মঘাতী বোমা হামলার একদিন পরই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারী ইসলামাবাদের জেলা আদালতে প্রবেশের চেষ্টা করেছিল, তবে নিরাপত্তা জোরদার থাকায় সে ভেতরে ঢুকতে পারেনি। পরে আদালতের বাইরে পুলিশের একটি গাড়ির কাছে বোমাটি বিস্ফোরণ ঘটায়।
মোহসিন নাকভি বলেন, হামলাকারীর পরিচয় শনাক্তকরণ এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।
স্থানীয় সময় আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ৩৯ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওচিত্রে একটি পুড়ে যাওয়া গাড়ি ও পুলিশের ব্যারিকেড দেখা গেছে।
মোহসিন নাকভি জানান, আহত ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, বিস্ফোরণের আগে হামলাকারী প্রায় ১৫ মিনিট ধরে অপেক্ষা করছিল। বিস্ফোরণের পর কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে এবং চারপাশে আতঙ্ক তৈরি হয়।
আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, আমি যখন গাড়ি পার্ক করছিলাম, তখন হঠাৎ ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো জায়গা বিশৃঙ্খল হয়ে যায়। মানুষ আদালত ভবনের ভেতরে দৌড়ে পালাচ্ছিল। আমি গেটের সামনে দুজনের মরদেহ ও কয়েকটি জ্বলন্ত গাড়ি দেখতে পাই।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা সাম্প্রতিক বছরগুলোতে খুবই বিরল। এর আগে সর্বশেষ ৩ বছর আগে এমন হামলায় এক পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছিলেন। তবে গত কয়েক বছরে পাকিস্তানের অন্যান্য অঞ্চলে এ ধরনের হামলা বেড়ে গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক