সীমান্তে ৬ পাকিস্তানি সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি
উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ছয়জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে এই হামলা হয়, যার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
পুলিশ ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, সোমবার দিনগত রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উপজাতীয় জেলা কুর্রামে একটি সশস্ত্র গোষ্ঠী চেকপয়েন্টে হামলা চালায়। এর ফলে দীর্ঘ সময় ধরে তীব্র গুলি বিনিময় হয়।
এএফপি জানায়, এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান (টিটিপি)।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, ৬ জন নিরাপত্তা কর্মী শহীদ ও চারজন আহত হয়েছে, এই হামলায় আরও দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
প্রায় দুই দশক ধরে ইসলামাবাদের বিরুদ্ধে লড়াই করে আসা টিটিপি সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আক্রমণ বাড়িয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করা তালেবান কর্তৃপক্ষ এই গোষ্ঠীটিকে আশ্রয় দিচ্ছে। কাবুল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পাকিস্তানের নিরাপত্তা একটি অভ্যন্তরীণ বিষয়।
অক্টোবরে শত্রুতা শুরু হওয়ার পর এক সপ্তাহ ধরে চলা গোলাগুলিতে প্রায় ৭০ জন নিহত হয়েছিল। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতার পর আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেও উত্তেজনা এখনো তীব্র।
আফগানিস্তান জানায়, গত শুক্রবারও একটি সীমান্ত ক্রসে গুলি ও গোলা বিনিময়ে চার বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হন।
পাকিস্তান তাদের দেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ আফগান শরণার্থীর মধ্যে কিছুকে গণ বহিষ্কারের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে, যা এই উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।
তবে, ইসলামাবাদ গত সপ্তাহে জানিয়েছে, তারা শিগগিরই জাতিসংঘের সাহায্য আফগানিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া শুরু করবে।

এনটিভি অনলাইন ডেস্ক