হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের
মাদক পাচারের অভিযোগ এনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর এবার তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কলম্বিয়ার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গুস্তাভো পেত্রোকে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে টেলিফোনে কথা বলার পর ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি খুব অল্প সময়ের মধ্যে দুই নেতার একটি বৈঠক আয়োজন করতে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
নিজের ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মাদক সংক্রান্ত পরিস্থিতি এবং আমাদের মধ্যে যে বিরোধ রয়েছে, সেটি ব্যাখ্যা করার জন্য গুস্তাভো পেত্রো আমাকে ফোন দিয়েছিলেন। আমি তার কথা বলার এই আগ্রহ ও বলার ভঙ্গির প্রসংশা করি, আমি আশা করি খুব তাড়াতাড়ি আমরা হোয়াইট হাউসে একটি বৈঠক করতে যাচ্ছি।’
গত শনিবার মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস আক্রমণ করে। এ সময় বোমা হামলা চালানো হয় দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে। আচমকা এই হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে আনা হয় যুক্তরাষ্ট্রে এবং তেলসমৃদ্ধ দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ঘোষণা করা হয়।
এরপর রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বরার সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। কোনো রকম প্রমাণ ছাড়াই তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক পাচারে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেন। তিনি এসময় তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার আরোপের হুঁশিয়ারি দেন।
কলম্বিয়াতেও কি সামরিক হামলার মতো ব্যবস্থা নিতে যাচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কথাটি শুনে ভালো লাগছে আমার।’
সোমবার এক প্রতিক্রিয়ার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছিলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় তিনি অস্ত্র হাতে নিতে প্রস্তুত আছেন।
বুধবার কলম্বিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মারিসিও জারামিলো এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় হামলা করলে পুরো লাতিন আমেরিকায় ‘বিপর্যয়’ নেমে আসবে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বুধবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো কলম্বিয়া জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। এ সময় এক সমাবেশে গুস্তাভো পেত্রো বলেন, তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। এছাড়া তিনি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকেরও আহ্বান জানান উত্তেজনা কমিয়ে আনতে।

এনটিভি অনলাইন ডেস্ক