‘আমার শেফের লাইসেন্স আছে, সারাজীবন সুস্বাদু খাবার খেতে পারবে’
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এখন তিনি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে তার স্বামী কিন্তু সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন। কোনো ধরনের আলোচনাতেই আসতে চান না তিনি। প্রচারবিমুখ এই ব্যক্তি গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও যেন অনিচ্ছুক। তবে তার একটি ভালো গুণ রয়েছে, তিনি ভালো রাঁধতে জানেন। আর এই রান্না নিয়েই কথা শুরু তাদের, সেখান থেকে প্রণয়, তারপর বিয়ে।
এ মাসের শুরুতেই জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচিত হন ৬৪ বছর বয়স্ক সানায়ে তাকাইচি। সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের চুক্তির পর তার প্রধানমন্ত্রী পদ পাওয়াটা নিশ্চিত হয়ে যায় এ সপ্তাহেই। গতকাল মঙ্গলবার জাপানের পার্লামেন্টে (ডায়েট) প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শপথ নেন তিনি। খবর এএফপির।
তাকাইচি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার স্বামী ৭৩ বছর বয়সের তাকু ইয়ামামোতো তার প্রতিক্রিয়ায় বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী হিসেবে সে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের লক্ষ্যপূরণ করবে, এটাই আমি চাই।’ তিনি জানান, বাসার জন্য রান্নাবান্না করার কাজই তিনি উপভোগ করবেন এবং ‘নিঃশব্দ স্বামী’ হিসেবে তার দায়িত্ব পালন করে যাবেন।
তাকু ইয়ামামোতো বলেন, ‘নিঃশব্দ স্বামী হিসেবে আমি তার জন্য দৃঢ় সমর্থন দিয়ে যাব, যেন আমার উপস্থিতি তার জন্য বাধা না হয়ে দাঁড়ায়।’
ইয়ামামোতো তার স্ত্রীর মতোই একজন রাজনীতিবিদ ছিলেন। জাপানের সাবেক এই আইনপ্রণেতার সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয় তাকাইচির। তবে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে ২০২১ সালে তারা আবারও বিয়ে করেন।
এই যুগল বসবাস করেন টোকিওতে থাকা পার্লামেন্ট সদস্যদের বাসভবনে। প্রধানমন্ত্রী হলেও স্বামী ইয়ামামোতোর দিকে বেশ খেয়াল রাখেন তাকাইচি। এ বছর ইয়ামামোতো স্ট্রোকে আক্রান্ত হন। পাশাপাশি ২০২৪ সালে তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে।
এই যুগলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৪ সালে। সে সময় ইয়ামামোতোই প্রথমে তার ভালোবাসার কথা জানান তাকাইচিকে। কথাটা জানান তিন টেলিফোনে। বেশ অদ্ভুত ছিল তার প্রেমের প্রস্তাবটি।
রন্ধনপটু ইয়ামামোতো তাকাইচিকে বলেন, ‘শেফ হিসেবে আমার একটি লাইসেন্স আছে এবং তুমি সারা জীবন সুস্বাদু সব খাবার খেতে পারবে এ বিষয়টি আমি নিশ্চিত করতে পারি।’
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারের গুণমুগ্ধ ও তরুণ বয়সে হেভি মেটাল ব্যান্ডের ড্রামার সানায়ে তাকাইচি এ প্রসঙ্গে বলেন, ‘সে একটু অসামজিক ছিল, সে ছিল এমন কেউ যার সাথে থাকতে আমি খুব একটা স্বচ্ছন্দ ছিলাম না।’
তবে ইয়ামামোতো তাকে রাজি করিয়েছিলেন এই বলে, ‘তুমি যদি সত্যিই বিয়ে করার সঙ্গী খোঁজো, তবে আমি প্রার্থী হিসেবে তোমার সামনে দাঁড়াব।’

এনটিভি অনলাইন ডেস্ক