জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা
জাপানের উত্তর উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। একই অঞ্চলে কয়েকদিন আগে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ৫০ জন আহত হওয়ার পর নতুন করে ভূকম্পনের এই ঘটনা ঘটল। জাপানের আবহাওয়া এজেন্সি সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের কারণে উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূল রেখা জুড়ে এক মিটার (৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থ ছিল হনশু মূল ভূখণ্ড থেকে ১৩০ কিলোমিটার দূরে কুজি শহরে।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, আজকের ভূকম্পনের মাত্রা গত সোমবারের অপেক্ষাকৃত বড় ভূমকেম্পর চেয়ে কম ছিল। সেদিনের ভূমিকম্পে বেশকিছু রাস্তা ভেঙে গিয়েছিল, বাড়িঘরের জানালার কাঁচ চুরমার হয়েছিল, লোকজনের বাসার তাক থেবে জিনিসপত্র পড়ে গিয়েছিল। এ সময় ৭০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুনঃ ভূমিকম্পের সময় করণীয়
আজ শুক্রবারের ভূমিকম্পের পর জাপানের পারমাণবিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। সোমবারের ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা এক সপ্তাহের মধ্যে আরেকটি ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিল। এই সতর্কতা মূল দ্বীপ হনশুর উত্তর-পূর্ব প্রান্তে সানরিকু এলাকা ও প্রশান্ত মহাসাগরমুখী উত্তরের দ্বীপ হোক্কাইডোর জন্য প্রযোজ্য ছিল।
আরও পড়ুনঃ ভূমিকম্পের বিষয়ে ইসলাম কী বলে?
জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এর পশ্চিম প্রান্ত বরাবর চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি। সাড়ে ১২ কোটি জনসংখ্যা অধ্যুষিত এই দ্বীপপুঞ্জে প্রতি বছর দেড় হাজারেরও বেশি ভূকম্পন অনুভূত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক