সমুদ্রপথে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন স্থগিত করল গ্রিস
সাম্প্রতিক দিনগুলোতে দুই হাজারেরও বেশি অভিবাসীর আগমনের পর গ্রিক সরকার লিবিয়া থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণ কমপক্ষে তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে গ্রিসের পর্যটন শিল্প ও স্থানীয় কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। খবর ডয়চে ভেলের।
দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস সংসদে ঘোষণা করেছেন, বর্তমানে ক্রিট দ্বীপে বিপুল সংখ্যক আসা অভিবাসীদেরও আটক করা হবে।
ক্রিট গ্রিসের অন্যতম শীর্ষ ভ্রমণ গন্তব্য ও গ্রিক প্রধানমন্ত্রীর নিজের দ্বীপ।
মিতসোটাকিস সংসদকে জানিয়েছেন, গ্রিসে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে... অবৈধভাবে প্রবেশকারী যেকোনো অভিবাসীকে গ্রেপ্তার ও আটক করা হবে। তিনি এই পদক্ষেপকে প্রয়োজনীয় অস্থায়ী প্রতিক্রিয়া ও ‘চোরাচালানকারী এবং তাদের সম্ভাব্য ক্লায়েন্টদের জন্য একটি বার্তা হিসেবে উল্লেখ করেছেন।
গ্রিক প্রধানমন্ত্রীর মতে, ইউরোপীয় কমিশনকে তার সরকারের পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) চেম্বারে নতুন আইনটি ভোটের জন্য রাখা হবে।
ইইউ-এর লিবিয়ার সঙ্গে আলোচনার ব্যর্থতা
গ্রিস বেনগাজির কর্তৃপক্ষ ও ত্রিপোলিতে জাতিসংঘ-স্বীকৃত সরকারের সঙ্গে যোগাযোগ করে আফ্রিকা থেকে আসা অভিবাসীর সংখ্যা কমানোর আশা করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
পূর্ব লিবিয়ার বন্দর নগরী টোব্রুক থেকে ক্রিট যাওয়ার পথটি ভূমধ্যসাগর পেরিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিবাসন রুটগুলোর মধ্যে একটি হয়ে উঠছে, যেখানে প্রতিদিন শত শত অভিবাসী আসছেন।

এনটিভি অনলাইন ডেস্ক