বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে। গত সোমবার (৮ ডিসেম্বর) দেওয়া ঘোষণায় বলা হয়, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই সতর্কতা জারি থাকবে। এই দেশগুলোতে বর্তমানে এমন এক মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার কার্যকর কোনো চিকিৎসা নেই। খবর ফক্স নিউজের।
সিডিসির বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসি কিছু উষ্ণমণ্ডলীয় দেশে যাত্রার পরিকল্পনা করা আমেরিকানদের জন্য এই নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আমেরিকানদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা হলো চিকুনগুনিয়া ভাইরাস। চিকুনগুনিয়ার কার্যকর কোনো চিকিৎসা না থাকলেও, রোগটি টিকা প্রতিরোধযোগ্য। যেসব এলাকায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে ও সেখানে কারো ভ্রমণের পরিকল্পনা রয়েছে, সেখানে ভ্রমণকারীদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, চিকুনগুনিয়া ভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো জ্বর ও জয়েন্টে জয়েন্টে ব্যথা। এছাড়া মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা র্যাশও দেখা দিতে পারে। আক্রান্ত মশার কামড়ের সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা যায় ও বেশিরভাগ মানুষ এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।

এনটিভি অনলাইন ডেস্ক