রাশিয়ায় বিক্ষোভ থেকে এবার নাভালনির স্ত্রী ইউলিয়া আটক
রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে আটকের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ করছে নাভালনি সমর্থকেরা। ওই বিক্ষোভে যোগ দিয়েছেন নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনি।
আজ রোববার সেখান থেকেই ইউলিয়া নাভালনিকে আটক করেছে পুলিশ। নাভালনির টিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
একটি স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা ওভিডি-ইনফো জানিয়েছে, দেশটির বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাগারে বন্দি করে রাখার বিরুদ্ধে রাজপথে নেমেছেন তাঁর সমর্থকেরা।
এদিকে দেশজুড়ে এসব বিক্ষোভ থেকে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ, সমাবেশ করছেন রাশিয়ার বিরোধী দলের সমর্থকেরা। রোববার দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হলে মস্কোর পুলিশ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে এবং সিটি সেন্টারে লোকজনের চলাচল সীমাবদ্ধ করে দিয়েছে।
গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে রাশিয়ায় ফেরার পর বিমানবন্দরে নাভালনিকে আটক করা হয়। পরে তাঁকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক