যুদ্ধের প্রভাব তুলে ধরে টিকটকে ভাইরাল ইউক্রেনের ভ্যালেরিয়া
দূরে সাইরেন বাজছে। যেদিকে তাকাবেন, সেদিকেই ধ্বংসের চিহ্ন স্পষ্ট। জানালায় ফাটল, কাঠের টুকরো আর ভবনের ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তাঘাট একেবারে ফাঁকা।
ইউক্রেনের যুদ্ধ-বিধ্বস্ত চেরনিহিভ শহরের রাস্তায় বের হলে এখন প্রতিদিন এমন দৃশ্যই দেখেন ভ্যালেরিয়া শাশেনোক। ইউক্রেনীয় ফটোগ্রাফার ভ্যালেরিয়া ইউক্রেনের উত্তরাঞ্চলীয় এ শহরে তাঁর মা-বাবা আর কুকুর ‘টরি’কে নিয়ে একটি ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন। ভ্যালেরিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা এরই মধ্যে শহর ছেড়ে পালিয়েছেন।
কিন্তু, তাঁর চারপাশের ধ্বংসস্তূপের হাহাকারে ডুবে না গিয়ে যুদ্ধকে শিল্পে পরিণত করেছেন ভ্যালেরিয়া। খবর সিএনএনের।
ভ্যালেরিয়া তাঁর দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরতে টিকটককে বেছে নিয়েছেন। এরই মধ্যে তাঁর অনেক ভিডিও ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি ভিডিও লাখ লাখ বার দেখেছে দর্শক।
একটি ভিডিওতে দেখা যায়—ভ্যালেরিয়া ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা—‘পুতিন আজ আমার শহরের একটি পুরোনো ভবন ধ্বংস করেছেন। এটি একটি সিনেমা (হলটি) ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও টিকে ছিল।’ এরপর ভ্যালেন্সিয়া কাছাকাছি একটি বড় জানালা দেখান, যার কাচ মাটিতে ভেঙে পড়ে রয়েছে। তিনি বলেন, ‘হামলার জেরে আশপাশের বাড়ির জানালাও উড়ে গেছে।’

এনটিভি অনলাইন ডেস্ক