স্বর্ণের দামে বড় পতন
মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির শক্তিশালী তথ্য প্রকাশিত হওয়ার পর সুদের হার কমানোর আশা কমে গেছে। এর ফলে শুক্রবার (২১ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি কমেছে, এতে এই সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম আরও কমার আশঙ্কা দেখা দিয়েছে। (খবর রয়টার্সের)।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৩৬ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে বুলিয়ানটির মোট দাম ১ শতাংশ হ্রাস পেয়েছে।
উইজডমট্রির পণ্য কৌশলবিদ নীতেশ শাহ বলেছেন, বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত শ্রমবাজারের ভালো তথ্যের কারণে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা কিছুটা কমে গেছে। এটিই স্বর্ণের দামে প্রভাব ফেলার মূল কারণ।
আরও পড়ুন : যে কারণে অস্থির স্বর্ণের বাজার
বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন চাকরির প্রতিবেদনে মিশ্র চিত্র দেখা যায়, চাকরি ক্ষেত্রে কৃষি-বহির্ভূত বেতন বৃদ্ধি পেয়ে এক লাখ ১৯ হাজার হয়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি ছিল। তবে, অন্যদিকে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এর ফলে ব্যবসায়ীরা এখন ফেডারেল রিজার্ভের (ফেড) ডিসেম্বরের বৈঠকে সুদের হার কমানোর সম্ভাবনা ৩৩ শতাংশ দেখছেন, যা গত সপ্তাহে ৪৪ শতাংশ ছিল। যেহেতু স্বর্ণ এমন একটি সম্পদ যা কম সুদের হারে বেশি লাভজনক হয়, তাই এই হার কমানোর প্রত্যাশা কমায় এর দাম প্রভাবিত হয়েছে।
আরও পড়ুন : দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
উইজডমট্রির শাহ মনে করেন, এই মুহূর্তে সোনার দাম সর্বনিম্ন অবস্থানে (তলানি) আছে। তিনি আশা করছেন, যদিও দাম সাময়িকভাবে আরও কিছুটা কমতে পারে, তবে সামগ্রিকভাবে আগামী মাসগুলোতে এটি বাড়তে থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক