কিয়েভের ওপর দিয়ে উড়ছে মিসাইল, থমকে গেছে ওডেসা
রাশিয়ার হামলা ইউক্রেনের শহরগুলোকে নাড়িয়ে দিয়েছে। আক্রমণের ঢেউয়ে থমকে গেছে ওডেসা, কিয়েভ, ডিনিপ্রোক। এখন কিয়েভের ওপর দিয়ে উড়ছে মিসাইল। এদিকে, কিয়েভকে আলোচনায় বসাতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। খবর আলজাজিরার।
এক প্রতিবেদনে আলজাজিরা বলছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চল, রাজধানী কিয়েভ এবং ডিনিপ্রো শহরসহ দেশের বেশ কয়েকটি অংশে বিস্ফোরণ ঘটছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবির বিরোধিতা করেছেন। জেলেনস্কির দাবি ছিল, মঙ্গলবার পোল্যান্ডে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের নয়।
এদিকে, রাশিয়া কিয়েভকে আলোচনায় বসাতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।
সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি স্থানান্তরিত করার জন্য ক্রেমলিন কিইভকে অভিযুক্ত করেছে। তারা এটিকে জনসাধারণের জন্য আলোচনা হবে বলে মনে করে না। তারা কিয়েভকে কূটনীতির দিকে ঠেলে দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উদ্বেগ বিবেচনা করতে পারে এবং যদি চায় কিয়েভকে আলোচনার টেবিলে ফিরে আসতে উৎসাহিত করতে পারে। ইউক্রেন গত নয় মাসের সংঘাতের সময় কয়েকবার মস্কোর সঙ্গে আলোচনা করতে চেয়েও তা করেনি।’

এনটিভি অনলাইন ডেস্ক