ইউক্রেন ন্যাটোর সদস্য থাকলে যুদ্ধ এড়ানো যেত : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন যদি ন্যাটোর সদস্য থাকত, রাশিয়ার সঙ্গে আজকের যুদ্ধ এড়ানো যেত।’ আজ বুধবার ফ্রান্সের ইনস্টিটিউট অব পলিটিক্যাল সায়েন্সেসের শিক্ষার্থীদের সামনে এক ভার্চুয়াল বক্তৃতায় তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলেনস্কি বলেন, ‘যুদ্ধের আগ থেকেই যদি ইউক্রেন ন্যাটোর অংশ থাকত, তাহলে দেখা যেত যুদ্ধটাই হতো না।’
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘প্রতিটি নতুন বুচা, প্রতিটি নতুন মারিউপোল এবং প্রতিটি নতুন নতুন শহর যেখানে শত শত মানুষের লাশ পড়ছে, ধর্ষণের ঘটনা যতই ঘটছে, কূটনৈতিক পথে সমাধান ও আলোচনার সম্ভাবনা ততই ফিকে হয়ে যাচ্ছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা সমঝোতা ও আলোচনা চাই, এরই মধ্যে অনেক দেরিও হয়ে গেছে।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে বেশ কয়েকবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ন্যাটোর সদস্য হিসেবে দেখার আশঙ্কা প্রকাশ করেছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক