ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা পুতিনের
ইউক্রেনের ডোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। খবর বিবিসির।
ঠিক যে সময় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পুতিনকে থামানোর জন্য বৈঠক শুরু হয়েছে, আজ বৃহস্পতিবার একই সময়ে ইউক্রেনের অভিযানের ঘোষণা দিলেন পুতিন।
ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের ময়দানে থাকা ইউক্রেনের সেনাদের অস্ত্র সংবরণ করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান।
যেকেনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন পুতিন।
ন্যায় ও সত্য রাশিয়ার সঙ্গেই রয়েছে
পুতিন আরও বলেন, ‘ন্যায় ও সত্য’ রাশিয়ার পক্ষে রয়েছে। একই সঙ্গে পুতিন সতর্ক করে দিয়ে বলেন—কেউ রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করলে মস্কো ‘তাত্ক্ষণিক’ প্রতিক্রিয়া জানাবে।
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন—তাঁর দেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সেসব কেবলই আত্মরক্ষার জন্য। এবং ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে পুতিন বলেন—তাদের বাপ-দাদারা যুদ্ধ করেননি, কারণ যাতে করে তাঁরা নব্য-নাৎসিদের সাহায্য করতে পারেন।
সংঘর্ষ ‘অনিবার্য’, বলছেন পুতিন
পুতিন আরও বলেছেন—ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ ‘অনিবার্য’ এবং ‘সময়ের ব্যাপার মাত্র।’
পুতিনের ঘোষণার কয়েক মিনিট আগে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি সতর্ক করেছিলেন যে, সামরিক সংঘাত হলে ‘চড়া মূল্য দিতে হবে, যা একই সঙ্গে মানবিক দুর্ভোগ ও ধ্বংসের’ দিকে নিয়ে যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক