ইউক্রেনের ডিনিপ্রোতে মিসাইল হামলা, নিহত ৩
রাশিয়ান দূরপাল্লার ক্রুজ মিসাইল হামলায় ইউক্রেনে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির কেন্দ্রীয় শহর ডিনিপ্রোর মহাকাশ রকেট প্ল্যান্ট এবং কাছাকাছি একটি রাস্তায় এই মিসাইল আঘাত করে। এতে অন্তত ১৫ জন আহতের ঘটনা ঘটে এবং আশপাশের বাসভবন ধ্বংসপ্রাপ্ত হয়।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, দিনিপ্রোর ইউজমাশ প্ল্যান্ট স্যাটেলাইট প্রস্তুত করে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস-এক্স কোম্পানিও ইউজমাশ প্ল্যান্ট নির্মিত রকেটের মাধ্যমে স্যাটেলাইট সেবা প্রদান করে থাকে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কারখানাটি ইউক্রেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরি করেছে।
আঞ্চলিক নেতা জানিয়েছেন, ডিনিপ্রোর দক্ষিণে নিকোপোলে কয়েক ডজন রাশিয়ান রকেট ছোড়া হলে আরও দুজন মারা যান। খারকিভ গভর্নর বলেছেন, উত্তরে রাশিয়ান রকেটগুলো খারকিভ শহরের কাছের একটি শহর চুহুইভের বাসস্থানে রাতভর আঘাত করে। এতে তিনজন নিহত হয়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা আগ্রাসন শুরু করে রাশিয়া। সম্প্রতি রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু তার বাহিনীকে ইউক্রেনে তাদের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে পূর্ব ইউক্রেনে তুমুল হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইতোমধ্যেই পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডোনেটস্কের পুরো নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে। সমগ্র ডনবাস অঞ্চল দখলেই হামলা চালিয়ে যাচ্ছে মস্কো।

এনটিভি অনলাইন ডেস্ক