ফিক্সিংয়ের অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অডিট কমিটির চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন পরিচালক মোখলেছুর রহমান শামীম। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগের কারণ উল্লেখ করে মোখলেছুর রহমান শামীম ফেসবুক পোস্টে লেখেন, সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই পদত্যাগ মানে অপরাধ স্বীকার করা নয়; বরং বিসিবির মর্যাদা রক্ষার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুকে মোখলেছুর রহমান শামীম লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে আমি বিসিবির সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি। এটি দায় স্বীকার নয়, বরং দেশের ক্রিকেটের সুনামকে অগ্রাধিকার দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র।’ তদন্তে বিসিবিকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম বিসিবি পরিচালক শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। একটি ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, এবারের বিপিএলের সিলেট পর্বে ‘নোয়াখালী এক্সপ্রেস’ দলের একটি ম্যাচ ঘিরে ফিক্সিংয়ের পরিকল্পনা করেছিলেন শামীম।
প্রতিবেদনে আরও বলা হয়, সিলেটের একটি হোটেলে বুকিদের (জুয়াড়ি) সঙ্গে শামীমের নিয়মিত যোগাযোগ ছিল। রিয়াসাদ আজিম দাবি করেছেন, তার হাতে এমন কিছু কল রেকর্ড বা ফোনালাপ রয়েছে যেখানে ফিক্সিংয়ের পরিকল্পনা ও টাকা লেনদেন নিয়ে আলোচনার প্রমাণ পাওয়া যায়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, সিলেটের নূরজাহান হোটেলে স্পটারদের একত্র করতেন শামীম। সেখান থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হতো। পরিকল্পনা নির্ধারণ, অর্থের পরিমাণ ঠিক করা এবং আগাম টাকা দেওয়ার কথোপকথনের কল রেকর্ডও রয়েছে, এমন তথ্য তুলে ধরেন রিয়াসাদ আজিম।
রিয়াসাদ আজিমের সেই প্রতিবেদনের পর বিষয়টি তুমুল আলোচনা ওঠেছে দেশের ক্রিকেট পাড়ায়। তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ক্রীড়া প্রতিবেদক