বিপিএল ফাইনাল : হেলিকপ্টার থেকে ট্রফি নিয়ে নামবেন আকবর-সালমা
টানটান উত্তেজনা আর দীর্ঘ লড়াই শেষে আজ পর্দা নামছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে মাঠের লড়াই শুরুর আগেই এক রাজকীয় আয়োজনে উন্মোচিত হতে যাচ্ছে বিপিএলের নতুন ট্রফি।
বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টায় ট্রফি উন্মোচনের বিশেষ পর্ব শুরু হবে। আর এই আয়োজনকে ঘিরে থাকছে বড় চমক। আকাশপথে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
এবারের বিপিএল ট্রফি নিয়ে আগে থেকেই ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল ছিল। প্রায় ২৫ লাখ টাকা খরচ করে তৈরি করা এই ট্রফিটি ফাইনালের আগে আড়ালে রাখায় ক্রিকেট মহলে নানা আলোচনা চলছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মহাধুমধামে জনসম্মুখে আনা হচ্ছে এই রুপালি ট্রফি।
বিসিবি জানিয়েছে, বিকেল সাড়ে চারটায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে বিপিএল ট্রফি। ট্রফি উন্মোচনের আগে স্টেডিয়ামের রঙ, গান আর উন্মাদনায় মেতে উঠতে একটু আগেভাগেই চলে আসুন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই ক্ষণগণনা এখান থেকেই শুরু হচ্ছে; একটি মুহূর্তও মিস করবেন না!
মাঠের লড়াইয়ের সমীকরণ বলছে, প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে প্রতিশোধের সুযোগ নিয়ে ফাইনালে উঠে আসে রাজশাহী। আজ মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ হাসি কে হাসে, তা দেখার অপেক্ষায় এখন পুরো দেশ।

স্পোর্টস ডেস্ক