নেপালকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ
সাফ ফুটসালে এগিয়ে চলছে বাংলাদেশের অপ্রতিরোধ্য যাত্রা। ভারতকে হারিয়ে শুভ সূচনার পর ভুটানের বিপক্ষে ড্র করেছে। নেপালকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরল লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের ননথাবুরি হলে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ১৪ মিনিটে বারবার আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ১৫ মিনিটে ডেডলক ভেঙে বাংলাদেশকে লিড এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন।
নিজেদের অর্ধ থেকে বল নিয়ে সামনে এগোতে চাচ্ছিল নেপালের ফুটবলার। সেখান থেকে বল কেড়ে নেন কৃষ্ণা রানী সরকার। তিনি পাস দেন ফাঁকায় থাকা সাবিনা খাতুনকে। সামনে থাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন টাইগ্রেস কাপ্তান।
বিরতির এক মিনিট আগে মাঝমাঠ থেকে বল নিয়ে নেপালের দুজনকে কাটিয়ে এসে ওপরের কর্ণার দিয়ে বল জালে জড়ান কৃষ্ণা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন লিপি আক্তার। ফ্রি-কিক থেকে পাওয়া বল বক্সের মধ্যে পাস বাড়িয়েছিলেন মাতসুসিমা সুমাইয়া। সেটিকে নিয়ন্ত্রণে নিয়ে পাশে থাকা ফুটবলারসহ তিনজন নেপালি ফুটবলারের মাঝখান দিয়ে বল জালে জড়ান লিপি।
বাকি সময়ে চেষ্টা করেও আর কোনো গোল পায়নি দুই দল। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ নিয়ে ৩ ম্যাচ খেলে অপরাজিত বাংলাদেশ। ২ জয় আর ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক