পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপার পথে বাংলাদেশ
সাফের মঞ্চে ছুটেই চলছে বাংলাদেশের অপ্রতিরোধ্য জয়যাত্রা। টানা পাঁচ ম্যাচ বাংলাদেশকে হারাতে পারেনি কোনো দল। সর্বশেষ ম্যাচে তো পাকিস্তানকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের ননথাবুরি হলে পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে ৪ জয় আর ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। এতে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। নিজেদের সর্বশেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিজেদের করে নিবে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ৬ মিনিটে দুই দলই আক্রমণ, প্রতিআক্রমণ করতে থাকে। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। বারবার হতাশ হয়ে ফিরতে হচ্ছিল গোলমুখ থেকে। ৭ম মিনিটে ডেডলক ভাঙেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। মাতসুশিমা সুমাইয়ার পাস থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সাবিনা টোকায় বল জালে জড়ান। বাংলাদেশ লিড নেয় ১-০ ব্যবধানে।
এরপর অপ্রতিরোধ্য হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়েই আরও পাঁচবার পাকিস্তানের জালে বল জড়ায় বাংলাদেশ। বিরতিতে যায় ৬-০ গোলে এগিয়ে থেকে।
নবম মিনিটে সাবিনার পাস থেকে গোল করেন নিলুফা ইয়াসমিন নিলা। মাত্র ২০ সেকেন্ড পরই আবারও পাকিস্তানের জাল কাপায় বাংলাদেশ। লিপি আক্তারের শট ব্লক হলে বল পেয়ে যান নওসন জাহান। প্লেসিং শটে জাল কাপান তিনি। এক মিনিট পরই নিজের দ্বিতীয় গোলের সঙ্গে স্কোরলাইন ৪-০ করেন নওসন।
১৫ মিনিটে আবারও পাকিস্তানের জালে বল জড়ায় বাংলাদেশ। সুমাইয়ার পাস থেকে গোল করেন কৃষ্ণা রানী সরকার। পরের মিনিটে প্রথম গোলের রেপ্লিকা দেখায় বাংলাদেশ। এবার নিলার পাস থেকে গোল নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা।
দ্বিতীয়ার্ধের প্রথম ১১ মিনিটে হয়নি একটি গোলও। কিন্তু পরের ৯ মিনিটে বল জালে জড়ায় ৪বার। এরমধ্যে তিনটি গোল করে বাংলাদেশ। আর শেষদিকে গিয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি পায় পাকিস্তান।
ক্যাপশন
পাকিস্তানের বিপক্ষে গোল উদযাপন করছে বাংলাদেশ। ছবি : বাফুফে

স্পোর্টস ডেস্ক