বাঁচা-মরার ম্যাচে রংপুরের বিপক্ষে বোলিং করবে ঢাকা, যেমন হলো একাদশ
বিপিএলের প্লে-অফের জন্য ইতোমধ্যে তিনটি দল নিশ্চিত হয়ে গেছে। একটি পজিশনের জন্য এখন লড়াই চলছে দুইটি দলের--ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন সমীকরণ মেলানোর ম্যাচে টস জিতে বোলিং করবে ঢাকা ক্যাপিটালস।
আজ শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
বিপিএলে ৮ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে রংপুর রাাইডার্স। প্লে-অফ নিশ্চিত করতে শেষ দুই ম্যাচের যেকোনো একটি ম্যাচ জিতলেই হবে দলটির।
অন্যদিকে, ৮ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে ঢাকা ক্যাপিটালস। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচেই জিততে হবে তাদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রংপুরের দিকে, যেনো তারা দুই ম্যাচই হেরে যায়।
নিজেদের সর্বশেষ ম্যাচে নোয়াখালীর বিপক্ষে হেরেছে ঢাকা ক্যাপিটালস। তবে চোটের কারণে সেই ম্যাচের একাদশে ছিলেন না দলের সেরা বোলার তাসকিন আহমেদ। চোট কাটিয়ে আজ আবারও ফিরেছেন তিনি।
রংপুরও নিজেদের সর্বশেষ তিন ম্যাচের একটিতেও জয় পায়নি। ভালো দল গঠন করেও কম্বিনেশন খুঁজে পাচ্ছে না তারা। এরই মধ্যে অধিনায়কত্বেও পরিবর্তন এনেছে তারা। নুরুল হাসান সোহানের পরিবর্তে বিপিএলের বাকি অংশে দলটির অধিনায়কত্ব করবেন লিটন দাস। তার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।
একই সঙ্গে জাতীয় দলের দায়িত্ব পালন শেষে রংপুরের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তান অলরাউন্ডার ফাহিম আশরাফ।
ঢাকা ক্যাপিটালসের একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), উসমান খান, সাইফ হাসান, আবদুল্লাহ আল মামুন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমাদ ওয়াসিম, শামীম হোসাইন পাটোয়ারী, তাসকিন আহমেদ, মারুফ মৃধা, মোহাম্মদ সাইফউদ্দিন।
রংপুর রাইডার্সের একাদশ
লিটন দাস (অধিনায়ক), ডেভিড মালান, তাওহিদ হৃদয়, কেইল মায়ার্স, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রাকিবুল হাসান।

স্পোর্টস ডেস্ক