ভারতকে পাত্তা দিল না বাংলাদেশ
দীর্ঘ বিরতির পর নারী ফুটসালে যাত্রা শুরু করল বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল বাংলাদেশ নারী ফুটসাল দল। এতদিন পর নেম প্রথম মিশনই হলো সাফ চ্যাম্পিয়নশিপ। সেই মিশনের শুরুটা হলো দুর্দান্ত। প্রথম ম্যাচেই নাকানি-চুবানি খাইয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের ননথাবুরি হলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভারতকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ। সপ্তম মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণাকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। কৃষ্ণার ফিরতি পাসে চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সাবিনা।
এই জুটির কল্যাণেই ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে ডান দিক থেকে কৃষ্ণার বাড়ানো কোনাকুনি পাসে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে ঘাম ছুটছিল ভারতীয়দের। উল্টো ৩১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে মাতসুশিমা সুমাইয়া দারুণ এক গোল করে স্কোরলাইন ৩-০ করে ফেলেন।
ম্যাচের শেষ দিকে সান্ত্বনাসূচক একটি গোল পায় ভারত, তবে তা বাংলাদেশের জয় আটকাতে পারেনি।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক