মুস্তাফিজকে নিলামের পুরো অর্থ কি দেবে কেকেআর?
আইপিএলের নিলামে রেকর্ড গড়ে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। গত ১৬ ডিসেম্বরের নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি টাকার বেশি। কিন্তু, রাজনৈতিক টানাপোড়েনের বলি হয়ে আইপিএল শেষ মুস্তাফিজের। শনিবার (৩ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা মেনে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
প্রশ্ন উঠছে, বাদ দেওয়ার পর তাকে কি টাকা দেবে কেকেআর? আইপিএলের নিয়ম হলো, কোনো খেলোয়াড় না খেললে তাকে অর্থ দেওয়া হয় না। মুস্তাফিজকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, সেই হিসেবে তার না খেলার বিষয়টি খাটে না।
আইপিএলের নিয়মে বলা আছে, যখন কোনো খেলোয়াড়টি ম্যাচ ফিক্সিং, দুর্নীতিবিরোধী নিয়ম ভাঙা, ডোপিং, আচরণবিধি লঙ্ঘন, অনুমতি ছাড়া অন্য দল বা লিগের সঙ্গে কথা বলা অথবা অনাপত্তিপত্র ছাড়া বিদেশি লিগে অংশগ্রহণের মতো কাজ করে, তখন তাকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পারিশ্রমিক দিতে হয় না। মুস্তাফিজের সঙ্গে এর কোনোটিই যায় না।
মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে সরাসরি বিসিসিআইয়ের নির্দেশে। সেক্ষেত্রে, কেকেআর যদি ফিজের সঙ্গে চুক্তি সই করে থাকে, তাহলে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার কথা নিয়ম অনুযায়ী। কারণ, নিলাম থেকেই নেওয়া হয়েছে তাকে। কাটার মাস্টারের সঙ্গে কেকেআর চুক্তি সই করেছিল কি না, সেই বিষয়টি নিশ্চিত নয়। আইপিএলে অনেক সময় টুর্নামেন্ট শুরু হওয়ার পর খেলোয়াড় ও ক্লাব চুক্তি স্বাক্ষর করে।
মুস্তাফিজের অর্থ না পাওয়া শঙ্কা তৈরি হয় আরও একটি কারণে। বিসিসিআই জানিয়েছে, কেকেআর চাইলে ফিজের বিকল্প খেলোয়াড় কিনতে পারবে। আইপিএলে প্রতিটি দলকেই নির্দিষ্ট বাজেটের মধ্যে খেলোয়াড় কিনতে হয়। তাই, ফিজের বিকল্প নিতে চাইলে কলকাতাকেও বুঝেশুনে খরচ করতে হবে।
সবটা মূলত বিসিসিআইয়ের হাতেই। মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার, আর্থিক বিষয়ের সুরাহাও সেখানে।

স্পোর্টস ডেস্ক