মুস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন, যা জানাল আইপিএল কর্তৃপক্ষ
এবারের আইপিএল নিলামে আগ্রহের শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে ফিজকে দলে পেতে আগ্রহ দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। তিন দলের লড়াই শেষে ২ কোটি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কেকেআর।
তবে শেষ পর্যন্ত আইপিএলে খেলা হচ্ছে মুস্তাফিজের। ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির কাছে নত স্বীকার করে ফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। এরপর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, চুক্তির ৯ কোটি ২০ লাখ রুপি কি পাবেন মুস্তাফিজ?
মুস্তাফিজের চুক্তির অর্থ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। যেখানে বলা হয়েছে আইপিএলের বর্তমান বীমা কাঠামো অনুযায়ী, ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ খুবই সীমিত।
নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএল-সংশ্লিষ্ট একটি সুত্র পিটিআইকে বলেন, ‘আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বিমাকৃত। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। সাধারণত বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়।’
মুস্তাফিজ এই চুক্তির মধ্যে পড়ছে না। কারণ আইপিএল শুরু হতে এখনো বাকি আছে প্রায় চার মাস। এর মাঝেই চুক্তি বাতিল করা হয়েছে ফিজের। তার ওপর কোনো চোটজনিত কারণ বা ক্রিকেটীয় পারফরম্যান্সের কারণে মুস্তাফিজের চুক্তি বাতিল হয়নি। যে কারনে মুস্তাফিজের চুক্তির অর্থ পরিশোধ করতে কোনো বাধ্যবাধকতা নেই কেকেআরের।
আইপিএলের সূত্রটি পিটিআইকে আরও বলেন, ‘এই পরিস্থিতি বিমার আওতায় পড়ে না। তাই কেকেআরের এক টাকাও দেওয়ার আইনি দায় নেই। বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও মুস্তাফিজের সামনে একমাত্র পথ আইনি ব্যবস্থা নেওয়া। আইপিএল ভারতীয় আইনের অধীন। কোনো বিদেশি ক্রিকেটারই সাধারণত এই পথে যেতে চান না, এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস)-এ যাওয়ার ঝুঁকিও নেন না।’
তবে মুস্তাফিজ কেন আইনি পদক্ষেপ নেবে না সেই বিষয়টিও ব্যাখ্যা করেছেন আইপিএল সংশ্লিষ্ট সূত্রটি। সেক্ষেত্রে বাধা হিসেবে তিনি দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকেই সামনে নিয়ে এসেছে।
সূত্রটি পিটিআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ভারত-পাকিস্তানের মতো নয়। এখনকার পরিস্থিতি আগামী বছরই বদলে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যে আইনি লড়াইয়ে নামতে কেউই আগ্রহী হবেন না।’

স্পোর্টস ডেস্ক